কুড়িগ্রামের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মানবকথা মানবকথা প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ০৯ থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদেরকে টাইফয়েডের টিকাদান কার্যক্রম যথাযথভাবে বাসতবায়নের লক্ষ্যে (১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত) জেলা তথ্য অফিস কুড়িগ্রামের উদ্যোগে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড ভেকসিনেশন বিষয়ক প্রচার কার্যক্রম বাসতবায়নের লক্ষ্যে রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৫ সিভিল সার্জন কুড়িগ্রামের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিভিন্ন স্তরের গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে দিনব্যাপী ডিস্ট্রিক্ট লেভেল কনসুলেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা তথ্য অফিস কুড়িগ্রামের জেলা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী’র সঞ্চালনায় মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুড়িগ্রাম’র সভাপতিত্বে এবং ডাঃ মোঃ আল আমিনের উপস্থাপনয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও গণযোগাযোগ মন্ত্রণালয়ের উপপরিচালক মোঃ রিয়াদুল ইসলাম। কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুড়িগ্রাম এবং উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম। টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সেবার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়ন করতে কর্মশালার আয়োজন করা হয়। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সুচারু ভাবে বাস্তবায়ন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালার আয়োজন সফল করতে বিভিন্নরকম কর্মসূচির অংশ হিসেবে জেলা তথ্য অফিস কুড়িগ্রাম কর্তৃক টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন কৌশল ও কর্মপদ্ধতি সম্পর্কে পরামর্শমূলক কর্মশালার আয়োজন করা হয়। টিকাদান কর্মসূচী সঠিকভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রচারের আহবান জানিয়েছেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহজাহান আলী। টাইফয়েডের টিকাদান কর্মসূচী আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে কর্মশালায় জানানো হয়েছে। যে-সব কারণে টাইফয়েড রোগ হয় তন্মধ্যে অন্যতম কারণ হলো অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে বসবাস এবং অসুদ্ধ পানি পান ও স্যাত স্যাতে বদ্ধপরিবেশসহ আরও অনেক বিষয় রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: