কুড়িগ্রামে ৫ দফা দাবীতে সর্বকালের শ্রেষ্ঠ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৬ সেপ্টেম্বর ২০২৫, জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে অগণিত মানুষের অংশগ্রহণে প্রখর সূর্যের তাপ উপেক্ষা করে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে ভিন্ন ভিন্ন শ্লোগানে মুখরিত হয় জেলা শহরের সড়ক মহাসড়ক। বিক্ষোভ মিছিলটি জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষ পাড়াস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে সমাবেশে মিলিত হয়। তীব্র রোদে সেখানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হামিদ। জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ জহুরুল হকের সঞ্চালনায় এবং আব্দুস সবুর খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ। অস্থায়ী মঞ্চের সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

বক্তব্য দানকালে জেলা আমীর বলেন জুলাই সনদের আইনগত ভিত্তিতে পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন হতেই হবে। তিনি বলেন আমরা আর কোনো জোর জবস্তীর পাতানো নির্বাচন দেখতে চাই না। এখানে উল্লেখ্য যে, এতো পরিমাণ লোকজনের সতস্ফুত অংশ গ্রহণ ছিল যে, কুড়িগ্রাম কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বরে পৌঁছার পরও মিছিলের শেষ প্রান্ত কলেজ মাঠেই ছিল।