কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার দাখিলসহ সব পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে : ডিসি মানবকথা মানবকথা প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষা অনেক সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে যেনে নিজ দৃষ্টিতে দেখতে অদ্য বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল ১১ টার দিকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে কেন্দ্র সচিবের মাধ্যমে কয়েকটি কক্ষ পরিদর্শন করি এবং সুশৃঙ্খলাতা দেখতে পাই। অতঃপর সবিস্তারে জানা যায়- মোট ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ৭২৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন কেন্দ্র সচিব এবং কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নূর বখত। এর আগে ইংরেজি পরীক্ষার দিন কুড়িগ্রাম সরকারি বয়েজ স্কুলের কেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক এবং দায়িত্ব পালনকারী শিক্ষক জানান অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কারণ হিসেবে জানতে চাইলে শিক্ষক মণ্ডলী জানান, অতীতে পলিটিক্যাল সরকার থাকায় বিভিন্নরকম ছোট খাটো হযবরল হলেও এবারে তার কোনো অস্তিত্ব নেই। এবারের পরীক্ষার পরিবেশ সত্যি প্রশংসনীয় চলতি এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষায় অংশ গ্রহণকারী স্টুডেন্টদের মধ্যে অনেকটা আনন্দ উৎফুল্লতা লক্ষ করে পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থীকে জিজ্ঞেস করা হলো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে- উত্তরে ওরা সমস্বরে চিত্কার করে বলেন, আঙ্কেল খুব সুন্দর হয়েছে তাই আমরা আনন্দিত এবং খুব খুশি। সামনের পরীক্ষাগুলো ভালো হলে আমাদের রেজাল্ট খুব সুন্দর হবে। কোমলমতি পরীক্ষার্থীদের হাসিখুশি মনের জবাব শুনে আমি প্রতিবেদক নিজেও তখন কিছুক্ষণের জন্য আনন্দ উপভোগ করিয়ে সামনের পরীক্ষা ভালো করে লেখার জন্য ভালো প্রস্তুতি নিতে পরামর্শ দিয়ে ওদেরকে আদর্শ মানুষ হওয়ার জন্য দোয়া করে বিদায় দেই । ডিসির মন্তব্য : চলতি এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে কি-না জানতে চাইলে, কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, অনেক ব্যস্ততার মাঝেও আমরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে আগেই মিটিং করেছি এবং সবধরনের সহায়তা দিচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। পরীক্ষা সুষ্ঠু পরিবেশ পরিচ্ছন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি আরও বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছেন এবং নিচ্ছেন এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার সুফল। তিনি আরও বলেন, পরীক্ষা যতই সুন্দর হবে এর সুফল ভোগ করবে গোটা জাতি। SHARES সারা বাংলা বিষয়: