ঠাকুরগাঁওয়ে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪
Oplus_0

এম এ জুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ – প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর উপলক্ষ্যে ঠাকুরগাঁও ওয়েলফেয়ার সেন্টার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও ওয়েলফেয়ার সেন্টারের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. মোজাম্মেল হক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রতিনিধি হেলাল আহমেদ, ঠাকুরগাঁও ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর মোরশেদুল আলম, কম্পিউটার অপারেটর কামাল হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মালেশিয়ান প্রবাসী মো. ইমদাদুল হকের ছেলে এইচএসসিতে পড়ুয়া মাহফুজ রানা সিজানের হাতে ২৭ হাজার ৫শ টাকার শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন অতিথিরা।

ঠাকুরগাঁও ওয়েলফেয়ার সেন্টারের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আতাউর রহমান বলেন, প্রবাসীরা আমাদের দেশের সম্পদ। তারা রেমিট্যান্স যোদ্ধা। অনেক প্রবাসী আছেন দরিদ্র, তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারেন না। ঐসব দরিদ্র প্রবাসীদের কথা চিন্তা করে সরকার মহতি উদ্যোগ নিয়েছে। তারই প্রেক্ষিতে প্রবাসিদের ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ঠাকুরগাঁওয়ে একজন প্রবাসীর ছেলেকে শিক্ষাবৃত্তি দেওয়া হলো।

তিনি বলেন, সারা বাংলাদেশে ২০১২ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ২৯ হাজার ৬৬০ জন প্রবাসীর মেধাবী ছেলে ও মেয়েকে ৫৭ কোটি ৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।