ডিমলায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত 

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
আসাদুজ্জামান পাভেল, ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাটের পূর্ব পাশে ডুমিনি কুড়া উচু বেইলী ব্রিজে ইট ভাঙ্গা গাড়ির চাপায় একজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পাশ্ববর্তী খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহল পাড়া গ্রামের রাজু মিয়ার পুত্র মানিক মিয়া (১৮) তার মা আজিরন বেগম কে নিয়ে বর্তমানে রুপহারা আশ্রায়ন প্রকল্পের ঘরে দীর্ঘদিন যাবত বসবাস করছে। বুধবার (১৮ই জুন) সকালে রুপাহারা গ্রামের গ্রাম পুলিশ অনিল চন্দ্রের পুত্র অধীর চন্দ্র প্রতিদিনের ন্যায় ইটভাঙ্গা গাড়িতে মানিকসহ চারজন শ্রমিক নিয়ে ডাঙ্গারহাট যাওয়ার পথে ডুমিনি কুড়া বেইলী ব্রীজে ওঠার সময় ইটভাঙ্গা গাড়িটি উঠতে না পেরে পিছনে পিছাতেই থাকে, গাড়িতে ধাক্কা দেওয়ার উদ্দেশ্যে শ্রমিক মানিক গাড়ির পিছনে দিকে লাফ দিয়ে নামতে গেলে গাড়িতে চাপা পড়ে। তাৎক্ষণিক ডিমলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিমলা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ বিষয়ে ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী গণমাধ্যম কর্মীকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।এখনো কেউ অবিযোগ করেনি।তবে নিহত ব্যক্তির মা আজিরন বেগম বলেন, আমি একটি অভিযোগ করবো।