ধামইরহাটে স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় মানবকথা মানবকথা প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫ মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে এবং সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, ধামইরহাট এ স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৯ জুলাই) নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ৮ টি ইউনিয়নের নির্বাচিত নারী জনপ্রতিনিধিগণ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথি মোছাঃ জেসমিন আক্তার তার বক্তব্যে বলেন”নারী অধিকার নিয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সংবিধান আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো কাজে লাগাতে হবে। নারী উন্নয়ন ফোরামকে পূর্ণগঠন, সক্রিয়করণ, আইন ও বিধিমালা অনুযায়ী নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের কৌশল, স্বচ্ছতা, জবাবদিহিতা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিকল্পনা ও বাজেট প্রণয়নে নারীদের অংশগ্রহণ আরো জোরালো করতে হবে। এছাড়াও বাল্যবিবাহ রোধে সকলকে সচেতন হতে হবে। সরকারি প্রায় ২৫% প্রকল্প নারীদের দ্বারা বাস্তবায়িত হয়। স্বাস্থ্যসেবা বা নারী-শিশু নিরাপত্তা এসব ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিহার্য। সভায় অন্যান্য বক্তারা নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, দায়িত্ব পালনের কৌশল, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়নের লক্ষে নারীদের অগ্রণী ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। SHARES সারা বাংলা বিষয়: