নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে- মাওলানা আব্দুল হালিম

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : কুড়িগ্রাম-১ আসন (নাগেশ্বরী, কচাকাটা, ভাঙ্গামারী) ও কুড়িগ্রাম-২ আসনের (সদর, রাজারহাট, ফুলবাড়ী) উদ্যোগে আয়োজিত পৃথক দুইটি আসন ভিত্তিক (পুরুষ ও মহিলা) দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন- নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের মানুষ ১৫ বছরের জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আজকের সম্ভাবনার বাংলাদেশ পেয়েছে৷ জামায়াত তার প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের মানুষকে ধারনা দিতে সক্ষম হয়েছে- ইসলাম একটি পুর্নাঙ্গ জীবন বিধান। ইসলামের আলোকে গঠিত ন্যায় ও ইনসাফের সমাজে মানুষের কল্যাণ ও মুক্তি নিশ্চিত করতে পারে।

আগামী দিনে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে প্রস্তুত রয়েছে। আগামী দিনের বাংলাদেশে একটি সম্ভাবনার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী ৷ বিগত সময়ে যারা এ দেশ শাসন করেছে তারা ন্যায় ইনসাফের সাথে শাসন করে নাই, সাম্য ও অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই ৷

তিনি আরো বলেন, পিআর (PR) পদ্ধতি সম্পর্কে মানুষ এখন সচেতন হয়ে উঠেছে ৷ জামায়াত সহ ৭ টি ইসলামী ও সমমনা দল কর্মসুচি দিয়ে মাঠে রয়েছে ৷ ৫ দফার দাবী আদায়ের মাধ্যমে আগামী ফেব্রুয়ারীতে একটি উৎসবমুখর পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জামায়াত দৃঢ়ভাবে বিশ্বাস করে৷

কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও ১ নং আসন পরিচালক মাওলানা আব্দুল হামিদ এবং ২ নং আসন পরিচালক. শাহজালাল সবুজ সভাপতিত্ব করেন। পৃথকভাবে অনুষ্ঠিত দুইটি দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী- অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য জনাব আব্দুর সবুর খান, আলতাফ হোসেন ও জহুরুল ইসলাম এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে মোশারফ হোসেন ও মোবাশ্বের রাশেদ্বীনসহ জামায়াত ছাত্রশিবির, মহিলা বিভাগ ও ছাত্রী সংস্থার নেতৃবৃন্দ ৷