পার্বতীপুরে জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৩ মানবকথা মানবকথা প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫ পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে ২৩ জুয়ারি গ্রেফতার হয়েছে। শনিবার ২ আগস্ট, পার্বতীপুর জিআরপি থানা, রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে জুয়া সরঞ্জাম সহ নগদ ৯৮০০টাকা ও একটি জুয়ার বোর্ড উদ্ধার করে। জানা যায়, দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ২৭৯৪/১২) দীর্ঘদিন থেকে এই কার্যালয়ে জুয়ার আসর চলে আসছে। ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়েও জুয়া বন্ধ করা যায়নি। জুয়া বন্ধ না হওয়ার অন্যতম কারণ মুল হোতাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করা। সাধারণ শ্রমিকদের অভিযোগ- মুল হোতারা প্রতিদিন জুয়ার আসর থেকে মোটা অঙ্কের টাকা পায়। ঘটনা স্থলে উপস্থিত হয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদ্দাম হোসেন সকল আসামিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। আটককৃতরা হলেন ১।জসিম, ২।মাহামুদুল হক,৩।ওবায়দুল ইসলাম,৪।মীর মাসুদ আলম৫।নুর নবী,৬।রহিমুল ইসলাম সুমন,৭।ওমর আলী৮। এনায়েত শেখ,৯।মনোয়ার হোসেন,১০। আইয়ুব হোসেন,১১। বুলু, ১২।জাহাঙ্গীর আলম,১৩। খাদেমুল ইসলাম,১৪। নূর মোহাম্মদ,১৫। জামাল হোসেন,১৬। আরিফুল ইসলাম,১৭। মাজেদুল ইসলাম,১৮। সাইফুল ইসলাম,১৯। রফিকুল ইসলাম,২০। রশিদ,২১। নিবারণ চন্দ্র,২২। রুবেল,২৩। খাইরুল ইসলাম । পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: