পার্বতীপুরে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মানবকথা মানবকথা প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫ পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বুধবার (২০ আগষ্ট) বিকেলে শহরের ঢাকা কোচ স্ট্যান্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। এর আগে পৌর ওয়ার্ড ও উপজেলা সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও দলীয় পতাকা হাতে সমাবেশ স্থলে উপস্থিত হন। নেতাকর্মীরা খন্ড খন্ড র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু ও পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন’র সঞ্চালনায় এবং পৌর সেচ্ছাসেবক দলের আহŸায়ক মঞ্জুরুল আজিজ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় রাজনীতিক ও পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক। SHARES সারা বাংলা বিষয়: