পার্বতীপুর উপজেলা বিএনপির গণমিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে পার্বতীপুর উপজেলা বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান /রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (সিয়াম)সহ অনেকে।
আরোও উপস্থিত থেকে পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল এবং দশটি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।