পার্বতীপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ জাহেদুর রহমান মানবকথা মানবকথা প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ মোক্তারুজ্জামান মোক্তার পার্বতীপুরঃ দিনাজপুরের পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজে আজ ২১ এপ্রিল সকাল ১১ টায় নতুন অধ্যক্ষ হিসাবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ জাহেদুর রহমান। এক সরকারি আদেশে উদ্ভিদবিদ্যা (ও এস ডি) মাওসি অধিদপ্তর ঢাকা সংযুক্ত অধ্যক্ষ পার্বতীপুর,দিনাজপুর সরকারি ডিগ্রী কলেজে দায়িত্ব পান। তিনি বলেন, আমি এ কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ যেন আমাকে এ দায়িত্ব পালনে সহায় হন। আমি এসে আমার সহকর্মীদের সহিত আলাপ করে ভাল লেগেছে। সবাই তারা আন্তরিক। আশা করি আমরা কলেজের উন্নয়নমুলক কাজে এগিয়ে যাব বলে প্রত্যয় ব্যক্ত করার কথা জানান। তিনি ইতিপূর্বে দিনাজপুর সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন । তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ের জেলা র পীরগঞ্জে উপজেলায়। উল্লেখ্য ইতোপূর্বে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আনোয়ারুল কবির বাদল। তিনি ২৪ সেপ্টেম্বর ২০২৪ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। SHARES সারা বাংলা বিষয়: