রক্তস্রোতে অর্জিত ঐতিহাসিক জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থানের প্রথম বার্শিকী পালিত হলো

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, রক্তস্রোতে অর্জিত ঐতিহাসিক জুলাই ২০২৪, গণ-অভ্যুত্থানের প্রথম বার্শিকী পালন উপলক্ষে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াত শিবিরের আয়োজনে বিপুলসংখ্যক জামায়াত শিবিরের নেতাকর্মীদের অংশ গ্রহণে জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী এবং জেলা সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে জামায়াত এবং শিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বরের উত্তরে ঐতিহাসিক ঘোষপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে মিলিত হয়। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনায় যথাযথ সম্মানজনক কার্যকর জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সহ কয়েক দফা দাবি রেখে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ নিজাম উদ্দিন। শহর আমীর আব্দুস সবুর খানের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মো: শাহজালাল সবুজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হামিদ, সদর উপজেলা আমীর মোঃ শামসুল হুদা মিঠু জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ। আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, জুলাইয়ের শহীদরা শিবিরের প্রেরণা, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, নারা-য়ে তাকবির আল্লাহু আকবর সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় জেলা শহরের সড়ক মহাসড়ক।