রৌমারীতে জমিজমা সংক্রান্ত হত্যাকাণ্ডে ৫ জন আটক মানবকথা মানবকথা প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৬ জুলাই ২০২৫ খ্রি. কুড়িগ্রাম পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে- ২৪ জুলাই ২০২৫ তারিখ কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন ভন্দুরচরের প্রত্যন্ত চর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটে। রৌমারী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উক্ত ঘটনার পরে তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যা সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান। পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশের তৎপরতা ও অভিযানে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মামলায় এজহারভুক্ত ৪ জন মোঃ রাজু (৩৫), মোঃ আপেল (৪৫), মোঃ নুর মোহাম্মদ (২২), মোছাঃ সবেনী (৪৫) সহ তদন্তে প্রাপ্ত মোসাম্মৎ কিনজে (৫০) সহ ৫ জন খুনীকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকন্ডের ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছি। এছাড়াও উক্ত মামলার অন্যান্য এজহারভুক্ত আসামিদের গ্রেফতার লক্ষ্যে অভিযান অব্যহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ পুলিশ যদি তৎপর এবং কঠোর অবস্থানে আইনগত ব্যবস্থা নিতো, তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হানির মতো ঘটনা এড়াতে পারতো এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারতো। এখন তাদের দাবী এমন ঘটনার পুনরাবৃত্তি যেন এ উপজেলাসহ কোথাও না ঘটে। উপজেলার বিভিন্ন স্থানে আরও অনেক জনের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ আছে এবং সে সংক্রান্ত বিরোধের বিষয়ে থানায় অভিযোগও রয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কঠোর অবস্থান নিয়ে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন জ্ঞানীজনের। SHARES সারা বাংলা বিষয়: