পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে মোটর সাইকেল চালনায় জণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিআইজ, রংপুর রেঞ্জ’এর উদ্দ্যেগে উপজেলার বিভিন্ন সড়কে মোটর সাইকেল আরোহীদের মাঝে থানা পুলিশ লিফ্লেট বিতরণ করেন। আইনের ভয় নয়, নিজের পরিবারকে ভালবেসে হেলমেট পরিধান, সহযাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত, গতি নিয়ন্ত্রনে রেখে সতর্ক থাকা, ঝুঁকিপূর্ণ ওভারটেক না করা, ফিডার রোড থেকে মহাসড়কে উঠার সময় গাড়ি থামিয়ে ডানে-বামে দেখে নেয়া, স্ত্রী-সন্তানকে নিয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল না চালানো, মোটর সাইকেল চালানোর সময় মুঠোফোনে কথা না বলা ও ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মোটর সাইকেল আরোহীদের সচেতনতা সৃষ্টির জন্য নির্দেশনা প্রদানসহ লিফ্লেট বিতর করেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার। #