পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
৫ জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি পেশা থেকে তাদেরকে চিরতরে মুক্তি দিতে পুনবার্সন ব্যবস্থা করে দিয়েছে পার্বতীপুর উপজেলা সমাজ কল্যাণ পরিষদ ও উপজেলা প্রশাসন। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় উপজেলার ৫জন ভিক্ষুক পরিবার প্রত্যেককে ২০ হাজার টাকা ও ১১ ক্ষুদ্র-নৃ গোষ্ঠি পরিবার প্রত্যেককে ৪ হাজার টাকা এককালীন আর্থিক অনুদান তুলে দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।
জানা যায়, ভিক্ষুক পনুবার্সন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২৭০ জন ভিক্ষুকের মধ্যে ইতোমধ্যে ৭০৪ জনকে পুনবার্সনের ব্যবস্থা করা হয়েছে।