অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছোট চেরাগ পুর গ্রামে আজ দুপুরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই ও ভাতিজার সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে ছোট ভাই আহাদ আলী ও শাহাদ আলীর সাথে সংঘর্য বাঁধে । চেরাগ পুর ব্রীজের পাশে একটি বাগানে মারপিট করলে সাহাজুল (৪৫) কে ঘটনা স্হলে পিটিয়ে হত্যা করেছে বলে সাহাজুলের পুত্র মোঃ শামিম হোসেন অভিযোগ করেন। এঘটনায় সাহাজুলের ছেলে শামিম হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেছেন বলে পুলিশ পরিদর্শক সামসুল আলম জানান।
এ বিষয়ে আভিযুক্ত কাউকে আটক করা যায়নি তবে আটকের চেষ্টা চলছে বলে ওসি অশোক কুমার চৌহান জানান। #