নিউজ ডেস্ক : পার্বতীপুরে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষনের পর ফেসবুকে ছবি ছেড়ে দেয়ার অপরাধে পুলিশ ধর্ষকে গ্রেফতার করেছে।
জানা যায়, পার্বতীপুর শহরের রেলওয়ে সাহেবপাড়া এলাকার বিশ্বজিত কুমার মহন্তের পুত্র বিষ্ণু গোপাল মোহন্ত (১৯) ওরফে বাঁধন রাজ একই এলাকার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন করে এবং গত ৯/১০/২০ বাঁধন রাজ মেয়ের অশ্নিল ছবি ফেসবুকে পোষ্ট করলে কিশোরীর পিতা/ মাতা গতকাল সোমবার রাতে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গোপাল মহন্ত একই এলাকার এক কিশোরীর সাথে ফেসবুকে পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং গত ৯ অক্টোবর ঐ কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে।
এ সময় গোপাল মহন্ত মোবাইল দিয়ে অশ্লীল ছবি তুলে। পরে মেয়েটি তার ধর্মীয় পরিচয় জানতে পেয়ে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে সে ফেসবুকে তাদের অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক গতকাল সোমরার রাতে অভিযান চালিয়ে ধর্ষক বিষ্ণু গোপাল মোহন্ত ওরফে বাঁধন রাজকে গ্রেফতার করেছেন। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক ধর্ষকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার ধর্ষন ও ডিজিটাল আইনে একটি মামলা দায়ের হয়েছে। #