জাকির হোসেন।। গাইবান্দার পুলিশ লাইন রোডস্থ পিয়ারাপুর বাজার জেড আই কিন্ডারগার্টেন স্কুলের সামনে সওজ এর রাস্তায় একটি বিশালাকার আধামরা রেইনট্রি গাছ যেকোনো সময় বাতাশে ভেঙ্গেপড়ে স্কুলগামী শিক্ষার্থী ও নিরীহ পথচারীর জীবন নাশের সম্ভাবনা রয়েছে। তদুপরি গাছটির নিচে বিদ্যুত বিভাগের ট্রান্সফরমার ও বিদ্যুৎ সংযোগ থাকায় দুর্ঘটনা সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে। তাই এলাকাবাসী অতিসত্বর এই ঝুকিপুর্ন গাছটি সওজ এর কর্তৃপক্ষের নিকট অপসরণ দাবী করছেন।