মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম : কুড়িগ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ১৬ টি মামলার আসামি শামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
তার বিরুদ্ধে চুরি মাদক সহ একাধিক চুরি ও একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে।
শামীমকে বেলা অনুমান একটায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন,এসআই আমিনুল এএসআই এএসআই শাহীন এএসআই শহীদ নূর মোহাম্মদাা।