শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি :
ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সোনালী অতীত ক্লাবের আয়োজনে চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব বনাম ফেনী সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ম্যাচ উপলক্ষে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে চট্টগ্রাম ও ফেনীর জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়। প্রীতি ফুটবল ম্যাচে চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব ২-০ গোলে ফেনী সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে।
খেলাটি উপভোগ করার জন্য মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল , ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সহ-সভাপতি কে.বি.এম জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, ফেনী সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম পাটোয়ারী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ দীপক চন্দ্র নাথ।
এসময় জেলা, উপজেলার সাবেক, বর্তমান খেলোয়াড় সহ বিপুল সংখ্যক দর্শক গ্যালারিতে বসে খেলাটি উপভোগ করেন। #