কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১৬ ডিসেম্বর ২০২৫, কুড়িগ্রাম জেলা জামায়াতের যুব ও ক্রিড়া বিভাগের উদ্যোগে বিজয় দিবসে আয়োজিত বিজয় এক বর্ণাঢ্য র্যালি জেলা জামায়াতের অফিস চামড়ার গোলা এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন'র নেতৃত্বে। এ সময় তার সাথে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, যুব ও ক্রিড়া বিভাগের জেলা সভাপতি এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজ, জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম সদর উপজেলা আমীর মোঃ শামসুল হুদা মিঠু ও ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ মোশাররফ হোসেন সহ হাজারো নেতাকর্মী। অপরদিকে, অন্নপূর্ণা দেবনাথ জেলা প্রশাসক কুড়িগ্রাম ও ফজলে রাব্বি জেলা পুলিশ সুপার কুড়িগ্রাম'র নেতৃত্বে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়। তবে নানা কর্মসূচীর মধ্যে ইসলামী সংস্কৃতির কর্মসূচি গ্রহণ না থাকায় ইসলামের ইতিহাস ও ঐতিহ্য উপেক্ষিত থেকেই গেল বলে জানিয়েছেন ইসলামি সংস্কৃতিমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত