পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের নামাপাড়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর মালিকানাধীন ২৬৯১ দাগের মোট ৪৪ শতক জমির মধ্যে ২২ শতক জমি দখলের উদ্দেশ্যে গত ২৩ ডিসেম্বর ভোর রাতে ওই চক্রটি তৎপরতা চালায়। অভিযুক্তরা জমির সীমানা পিলার ভেঙে ও উপড়ে ফেলে, তারের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে এবং সেখানে লাগানো বেশ কয়েকটি ফলজ গাছের চারা উপড়ে ও ভেঙে ফেলে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, পার্বতীপুর পৌর এলাকার নুরনগর ও নামাপাড়ার বাসিন্দা শাহ আলম, মহরম, মেরাব আলী, মশিউর রহমান ও হামিদুল্লাহসহ ১০ থেকে ১২ জনের একটি দল লাঠি—সোঁটা হাতে ভীতি সৃষ্টি করে নামাপাড়া প্রবেশপথ সড়কের পাশে অবস্থিত ওই পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী গোলাম রব্বানী বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে অভিযোগকারী গোলাম রব্বানী বলেন, জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে গত ২৩ ডিসেম্বর ভোর রাতে একটি সংঘবদ্ধ চক্র লাঠি—সোঁটা নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করে। তারা আমার জমির সীমানা পিলার ভেঙে ফেলে, তারের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে এবং ফলজ গাছের চারাগাছ উপড়ে ও ভেঙে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে।
তিনি আরও বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত