হিলি দিনাজপুর প্রতিনিধি:
হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাটে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্ত এলাকায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাহিনীটি।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাটের কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদী জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে শীতার্ত মানুষ স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্যোগময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির একটি চলমান দায়িত্ব।
তিনি আরও বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব ও তাদের জীবনে সামান্য উষ্ণতা ছড়িয়ে দেওয়াই এই কম্বল বিতরণের মূল উদ্দেশ্য। সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে আরও মানবিক করে গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত