মুহিত চৌধুরী তারাগঞ্জ প্রতিনিধি :
তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে । নেশাগ্রস্ত অবস্থায় এক যুবককে আটক ও দণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় লিয়ন মিয়া (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃত লিয়ন মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের মৃত আ: কাফি মিয়ার ছেলে।
মোবাইল কোর্ট চলাকালে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং উপস্থিত সকলের সামনে দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আসমা উল হুসনা।এ সময় তিনি বলেন ,মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।মাদকের বিরুদ্ধে প্রশাসন বরাবরই সোচ্চার।দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মো: রুকুনুজ্জামান, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৫৫৬৩০৫০২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত