আট জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয়

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ বানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ৮ জেলা। বিশেষ করে ফেনীতে বন্যায় নেমে এসেছে মানবিক বিপর্যয়। পানিবন্দি লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও অভ্যন্তরীণ সব সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার বাসিন্দারা। ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীতেও অসংখ্য মানুষ পানিবন্দি। জেলা শহরের মূল সড়ক কোমরপানির নিচে তলিয়ে গেছে।

গত মঙ্গলবার রাতে ভারতের ত্রিপুরার ডিম্বুর হাইড্রোইলেক্ট্রিক বাঁধ খুলে দেয়ায় হঠাৎ মানবিক এ বিপর্যয় নেমে আসে।

মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে পানিবন্দি হয়ে পড়েছে জেলার ২০ লাখ মানুষ। এছাড়াও কুমিল্লা, ব্রাম্মনবাড়িয়া, লক্ষীপুর, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জের বহু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। পানি ঢুকছে হু হু করে।

প্রতি মুহূর্তেই পানির স্তর অনেক বেড়েছে, অনেক স্থানে ঘরবাড়ি খুঁজে পাওয়াও মুশকিল হয়ে পড়েছে। স্রোতের গতির কারণে উদ্ধারকাজ করতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ত্রানের চেয়েও এই মূহুর্তে ডুবন্ত মানুষগুলোকে উদ্ধার করা বেশি জরুরি। উদ্ধার কার্যক্রমের জন্য ট্রলার, স্পিডবোটের ব্যবস্থা করার চেষ্টা করুন।
যার যার জায়গা থেকে সামর্থ্যানুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান প্লীজ। আসুন সবাই মিলে দুর্যোগ মোকাবেলা করি…

ইনশাআল্লাহ আমি নিজ উদ্যোগে এসব বন্যার্তদের পাশে দাড়াতে প্রস্তুত আমার স্বেচ্ছাসেবী ইউনিট ঢাকা থেকে বন্যার্তদের পাশে দাঁড়াতে যাত্রা শুরু করবে।

আপনারা নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ান