বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্যার্থে পার্বতীপুরে ছাত্র সংগঠনের ত্রাণ সামগ্রী সংগ্রহ মানবকথা মানবকথা প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪ oppo_0 পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ছাত্র সংগঠনগুলো বণ্যাদূগর্ত এলাকার মানুষের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বন্যা দূগর্ত মানুষের সাহায্যার্থে বৃহস্পতিবার থেকে তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নগদ অর্থ, পরিধীয় কাপড় ও চাউল সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় পাঠাচ্ছে। রবিবার (২৫ আগষ্ট) দুপুরে এনিয়ে কথা হয় পার্বতীপুর ছাত্র জনতা’র সমন্বয়ক আল ইয়াছা আলভী এর সাথে। তিনি জানান, ছাত্র জনতার সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তারা বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে ও তাদের জন্য সাহায্যের হাত বাড়াতে এলাকার বিভিন্ন স্থান থেকে নগদ অর্থ, পরিধীয় কাপড় ও চাউল সংগ্রহ করে বন্যাদূর্গত এলাকায় পাঠাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একার্যক্রম চলছে এবং তা অব্যাহত থাকবে। ‘ছাত্র কল্যান সমিতি’ নামে অপর আরেক একটি ছাত্র সংগঠন বন্যা কবলিত এলাকার মানুষদের সাহায্যার্থে নগদ টাকা ও পরিধীয় কাপড় সংগ্রহ করে পাঠাচ্ছে। ইতোমধ্যে তারা একটি চালান বন্যা কবলিত এলাকায় পাঠিয়েছে। গত বৃহস্পতিবার থেকে তারা একার্যক্রম চালাচ্ছে। রবিবার (২৫ আগষ্ট) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের সংগ্রহিত টাকা ও পরিধীয় কাপড় গোছানোর সময় তাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ‘ছাত্র কল্যান সমিতি’ ব্যানারে পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নগদ অর্থ ও পরিধীয় কাপড় সংগ্রহ করে বন্যা কবলিত এলাকায় পাঠাচ্ছেন। এসময় কথা হয় ‘ছাত্র কল্যান সমিতি’ এস এম আসিফ সাওয়ার, আসিকুজ্জামান, আব্দুল্লাহ আল মোজাহিদ, মাহফুজুল ইসলাম পিয়াল, অ্যারিক সাহাদাত। তাদের এই কার্যক্রম বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: