পার্বতীপুরে পানিতে ডুবে মৃত্যু দুই শিশুর পরিবার পেল আর্থিক অনুদান

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫

মোক্তারুজ্জমান মোক্তার পার্বতীপুর :

পার্বতীপুর উপজেলা চত্তর পুকুরে ডুবে মরার দুই শিশুর পরিবারকে আজ ১৮ জুন সকাল বেলা উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন বাড়িতে গিয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন। জানা গেছে, গত ১৭ জুন উপজেলা চত্বর পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশু নিহত হওয়ার পরিবারকে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন তাদেরকে নগদ ১ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেন।

নিহত শিশুদের মধ্যে একজন পার্বতীপুর ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের কন্যা আছিয়া মোবাশ্বেরা (৭) ও মোশাররফ হোসেনের কন্যা মুশফিকা আক্তার মিম (৯)। উল্লেখ্য গত ১৭ জুন দুপুরে উপজেলা চত্ত্বরে শিশু দুটি খেলাধুলা করার পর পুকুরে গোসল করতে নামে। এর কিছুক্ষণ পরপরই পুকুরে পানির মধ্যে তাদের সাড়া-শব্দ না পেয়ে, এলাকাবাসীর সন্দেহ জাগে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় খোঁজ শুরু করে এবং তাদের পুকুর থেকে উদ্ধার করার পর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন
নিহত পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এমন দূর্ঘটনা এড়াতে সকলের প্রতি সর্তকতা থাকার আহবান জানান ।