গ্রাম আদালত সঠিকভাবে পরিচালনা করতে পারলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব : ডিসি নুসরাত সুলতানা মানবকথা মানবকথা প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কুড়িগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সর্বাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা। তিনি বলেন গ্রাম আদালত সক্রিয় শক্তিশালী করতে সৎ যোগ্য মেধাবী সুশিক্ষিত সুনাগরিক নির্বাচন করতে হবে। যিনি তার মেধা এবং সচেতন ও যোগ্যতা দিয়ে স্থানীয় বিবাদ নিরসন করে সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবে। এ প্রকল্প বাস্তবায়নের কৌশলগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রামের বিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার নিশ্চিত করা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে সমাজের সৌন্দর্য রক্ষা করা। আমাদেরকে সঠিকভাবে সকলে মিলে সমাজে ভূমিকা পালন করতে হবে। সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত কর্মশালায় ডিসি নুসরাত সুলতানা আরও বলেন গ্রাম আদালত সঠিকভাবে পরিচালনা করতে পারলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। কুড়িগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত সুলতানা আরও বলেন- গ্রাম আদালত পরিচালনা করতে আগামী জাতীয় এবং স্থানীয় নির্বাচন গুলোতে এলাকার সর্বোচ্চ যোগ্য লোক নির্বাচনের মাধ্যমে শক্তিশালী সমাজ ও দেশ গড়তে হবে। অনুষ্ঠানটি প্রেজেন্টেশন করেন সমাজসেবা জেলা কর্মকর্তা ডিডি জনাব মোঃ হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন উপপরিচালক স্থানীয় সরকার, কুড়িগ্রাম মোঃ আসাদুজ্জামান। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, ডিডি এলজি কুড়িগ্রামের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বেসরকারী সংস্থা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু। এখানে উল্লেখ্য যে, গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকার মামলা বা সমপরিমাণ ক্ষয়ক্ষতির মামলা পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন- কর্মশালার প্রেজেন্টেশনকারী সমাজসেবা জেলা কর্মকর্তা কুড়িগ্রামের ডিডি মোঃ হুমায়ুন কবির। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ প্রকল্প বাস্তবায়নের কৌশলগুলো সম্পর্কে জানানোর জন্য কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের জনবলকে নিয়ে এক কর্মশালার আয়োজন করেন জেলা প্রশাসন, কুড়িগ্রাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা। তিনি বলেন সরকারের তথ্য গবেষণা সেল থেকে প্রচার করে আসছে এবং সচেতনা বৃদ্ধির জন্য গ্রামে গিয়ে সচেতনামূলক মিটিং পোস্টার লাগানো হচ্ছে গ্রামের বিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়াও প্রকল্পের আওতায় সমাজের সৌন্দর্য রক্ষায় প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কাজ করা হচ্ছে। হাসিমুন্নাহার ইসলামিক এইডের কুড়িগ্রাম কর্মকর্তা বলেন গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আমরা আমাদের ৬ হাজার উপকারভূগিসহ অন্যান্যদের মাঝে বিস্তারিত আলোচনা করবো এবং জানানো হবে গ্রাম আদালত সম্পর্কে। SHARES প্রচ্ছদ বিষয়: