পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

aআমজাদ হোসেন, পার্বতীপুর:
দিনাজপুরের পার্বতীপুর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, পার্বতীপুর পৌর শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার্বতীপুর পৌর বিএনপি’র উদ্যোগে ও জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী-যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামরুজ্জামান এর নির্দেশে আজ সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কবরস্থান ও মাদ্রাসায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে দেশের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।”কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি অধ্যক্ষ গোলাম রব্বানী (গোলাপ), সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি রুস্তম আলী ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মুসলিম উদ্দিন ও মুসা আলী।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঞ্জুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক আশরাফ আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুছা ও আরজু খানসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে সংগঠনকে