কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল  সহ ২ জন গ্রেফতার

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : কুড়িগ্রাম, ০৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন মধ্য কাশিপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন মধ্য কাশিপুর এলাকার মোঃ এনামুল হক ওরফে এনা (২৮) ও ফুলবাড়ী থানাধীন নওদাবাশ এলাকার মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৫)।

সোমবার (০৬ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০১:১০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন কাশিপুর এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি এনামুল এর নিজ বসতবাড়ি থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১টি মোটরসাইকেল জব্দসহ উক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ীতে ৫.১ কেজি গাঁজা ও ১ টি মোটরসাইকেল জব্দসহ ২ জনকে গ্রেফতার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।