1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুর ৫ আসনে মনোনয়ন জমা দিলেন জাতীয় পার্টি সহ ১০ প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে, আনন্দঘন পরিবেশে কুড়িগ্রাম জেলায় চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি মিলন সম্পাদক কবির মৃত্যুর পরও স্বাক্ষর করেছেন ডিলার: কাহারোলে চাঞ্চল্যকর জালিয়াতি দিনাজপুরের হিলিতে বৈশাখী টেলিভিশন প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাংবাদিকদের সাথে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়কের মতবিনিময় সভা দিনাজপুরের ৬টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার ১ পার্বতীপুরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

বিতর্কিত আওয়ামীলীগ নেতাদের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড়ে বিএনপি

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২১ ডিসেম্বর ২০২৫, কুড়িগ্রামে ছাত্র শিবিরের উদীয়মান তরুণ শহীদ রফিকুল ইসলাম রফিক হত্যা মামলার আসামিসহ কয়েকজন সাবেক ও বর্তমান আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান নিয়ে জেলাজুড়ে তীব্র নিন্দাসহ আলোচনা সমালোচনার ঝড়ের মুখে পরেছে বিএনপি।

জেলায় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজ এ ঘটনাকে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’ এবং ‘শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি’ হিসেবে আখ্যা দিয়েছে।

জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর-২০২৫) কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আওয়ামীলীগের এসব নেতাকর্মী। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ফুল দিয়ে তাদের দলে বরণ করে নেন।

ফুলের মালায় জড়িয়ে বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- পৌর আওয়ামী লীগের সাবেক ও বর্তমান স্থগিত কাউন্সিলর আনিসুর রহমান ওয়ার্ড নম্বর সাত, কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল হারুনুজ্জামান হারুন ওয়ার্ড নম্বর ৫, মোস্তফা কামাল কুড়িগ্রাম ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর, জমশেদ আলী টুংকু ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ সদস্য, আবদুল মালেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর এবং কখনো আলীগ কখনো জাতীয় পার্টি এবং সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর সহিরন বেগম ৬,৭,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামীলীগ সদস্য, ও মুক্তা বেগমসহ মোট ৯জন।

এদের মধ্যে আনিসুর রহমান কুড়িগ্রামের আলোচিত ছাত্রশিবিরের উদীয়মান তরুণ কর্মী রফিকুল ইসলাম রফিক হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকেই বিএনপির এই সিদ্ধান্তকে রাজনৈতিক নৈতিকতার প্রশ্নে বিতর্কিত বলে মন্তব্য করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সম্মুখ যোদ্ধা কুড়িগ্রাম জেলার সাবেক আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন প্রক্রিয়া আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি একইসাথে বিএনপিকে বিতর্কিত সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদের প্রতি-ও অনুরোধ রইল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার বর্তমান আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট নেতাদের দলে নিয়ে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। এতে শত শত শহীদ ও সহস্রাধিক আহত মানুষের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মোঃ মুকুল মিয়া বলেন, ‘বিতর্কিত নেতাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া মানে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া। এটি জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।

কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ নিজাম উদ্দিন বলেন, হত্যা মামলার আসামিসহ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে আশ্রয় দেওয়ায় আমরা লজ্জিত। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন বিতর্কিত আওয়ামী ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন কর্মকাণ্ডের জন্যই বিএনপি জনবিচ্ছিন্ন হবে। এটা আবু সাঈদ-মুগ্ধ ও হাদির রক্তের সাথে বে-ঈমানি ছাড়া আর কি হতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, যারা যোগ দিয়েছেন, তারা আওয়ামী লীগের কোনো নেতা নন। এদের মধ্যে ২/১ জনের আগে পদ থাকলেও বাকিরা ৫ আগস্টের আগেই পদত্যাগ করেছেন। তাদের নামে কোনো মামলা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট