
পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছেন।
কাজ শেষে বাড়ী ফেরার পথে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক লুৎফর রহমান (৪৪) নামে এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এঘটনায় পুলিশ কাভার্টভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে।
দুর্ঘটনাটি ঘটেছে, আজ রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার হামিদপুর ইউনিয়নের কালুপাড়া মেন্নার চায়ের সামনে।
পুলিশ জানিয়েছে, নিহত লুৎফর রহমান বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
বড়পুকুরিয়া কয়লা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম জানান, লুৎফর রহমান খনি থেকে বিরামপুর বাড়ি যাওয়া পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের (আইসি) মিন্টু চন্দ্র রায় জানান, এঘটনায় চালক ও হেলপার আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে কাভার্টভ্যানটি আটক রয়েছে।