
হিলি সংবাদদাতা
উৎসব মূখর পরিবেশে দিনাজপুরের হিলিতে বৈশাখী টিভির ২১ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়
আজ শনিবার সকাল ১১টায় স্থানীয় হিলিবার্তা কার্যালয় বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও জামাত ইসলাম বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসরাম।
আলোচনা সভা শেষে বৈশাখী টেলিভিশনের ২১ বছর উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি ফেরদৌস রহমান ।
এসময় হিলিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার সুধী জনরা উপস্থিত ছিলেন।