
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৫ সংসদ সদস্য পদপ্রার্থী, পার্বতীপুর উপজেলার সফল ভাইস-চেয়ারম্যান জননেতা জনাব আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সায়েম শাহ্। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সভাপতি, শ্রমিক নেতা জনাব ওসমান আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, পৌর আমীর, বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রেটারিসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির জনাব মোহাম্মদ ইউসুফ আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা সাইদুজ্জামান।
র্যালিটি পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার ঘুরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সবাইকে নৈতিকতা ও আদর্শিক রাজনীতির পথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।