
হিলি সংবাদদাতা:
মহান বিজয় দিবসের সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার দিনাজপুরের হিলি বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি জানান, আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবসের সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার থেকে আবারও শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, বিজয় দিবসের সরকারি ছুটির কারণে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে।