
জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ রবিবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তব্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি চলমান গণভোট কার্যক্রমসহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন।
এর আগে সকালে সৈয়দপুরে পৌঁছান তিনি। সফরের অংশ হিসেবে এদিন গণভোট সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেবেন উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান। দুপুর ২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় ।
র্যালি শেষে শিল্পকলা অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. সৈয়দা রিজওয়ানা হাসান এবং গণভোট কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
প্রসঙ্গত, ড. সৈয়দা রিজওয়ানা হাসান বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন।