
বেরোবে বিধিনিধি : মোঃ আল আমিন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) দুপুর ১২টা ৩০ এ শোভাযাত্রা শুরু হয়।
বিভাগীয় প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু হয়ে শোভাযাত্রাটি মিডিয়া চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঘুরে পুনরায় বিভাগে এসে শেষ হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান জনাব তাবিউর রহমান প্রধান বলেন, বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের প্রতি তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নতুন বছরকে সামনে রেখে বিভাগের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, বিভাগের শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজে ইতিবাচক অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
বিভাগের ল্যাবসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একটি অনলাইন টেলিভিশন ল্যাব অনেক আগেই প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তবে দক্ষ টেকনিশিয়ানের অভাবে ল্যাবটি পুরোপুরি কার্যকরভাবে চালু করা যাচ্ছে না। বিষয়টি একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং প্রশাসন প্রয়োজনীয় লোকবল নিয়োগের মাধ্যমে ল্যাবটি চালু করার চেষ্টা করছে বলেও তিনি জানান।
এ সময় বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী বিশাখা বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ একটি স্বনামধন্য বিভাগ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে বিভাগটি আরও এগিয়ে যাবে। বিভাগের সার্বিক উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে অনেক অগ্রগতি হলেও ল্যাবসংকটসহ কিছু ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। ল্যাবের ঘাটতি পূরণ করা হলে শিক্ষার্থীদের জন্য তা আরও উপকারী হবে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে একই ব্যাচের শিক্ষার্থী নুসরাত শাফিন জামান বলেন, সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সে বিবেচনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে সাংবাদিক তৈরির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেন তিনি। এখান থেকে অর্জিত সাংবাদিকতার জ্ঞান, সততা ও নৈতিকতা ভবিষ্যতেও অটুট থাকবে—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।