
হিলি( দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর ৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোবীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম বলেছেন,আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে কোন কারনে যদি জনগণের মতামতের প্রতিফলন না হয় তাহলে জাতি হিসেবে আমরা চরম বিপর্যয়ের মধ্যে পড়বো।
বুধবার রাত ৮টায় হাকিমপুর প্রেসক্লাবে হিলিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় তিনি জাতির বিবেক সমাজের দর্পন সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, জনগণের মতামত ব্যাহত হয় এমন কোন পরিবেশ কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দলের দ্বারা যদি সৃষ্টি হয় সে বিষয়টি জাতির সামনে উপস্থাপনে সদা তৎপর থাকবেন এটি আপনাদের নিকট আমাদের প্রত্যাশা।
তবে সাংবাদিকরা যে এখনো চাপমুক্ত এটি আমি মনে করি না, আপনারা স্বাধীন এটাও আমরা বিশ্বাস করছি না, এই কাজটি করতে গেলে আপনারা যে ঝুঁকির মধ্যে পড়বেন না তাওনা। তারপরেও এত শহীদের বদলায় এত মানুষের অঙ্গহানির বদলায় একটা যে পরিবর্তন হলো সেই পরিবর্তনে যদি জনগণের মতামতের প্রতিফলন না হয় আগামীতে। তাহলে এই পরিবর্তন হয়ে কি লাভ হল এটি আপনাদের কাছে আমার বড় প্রত্যাশা বলেও মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, যদি জনগনের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে হিলি স্থলবন্দরের উন্নয়ন,আমদানি রফতানি বানিজ্য বৃদ্ধি, রাস্তাঘাটসহ অবকাঠামাগত উন্নয়ন, হিলি স্টেশনে ট্রেন থামানো,মাদক নির্মুলকরাসহ শিক্ষা স্বাস্থ্যসহ সকল খাতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুরাদ ইমাম কবির এর সঞ্চালনায় হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, পৌর আমীর সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।