
মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ-
রংপুরের তারাগঞ্জে কৃষিজমি থেকে উর্বর মাটির উপরিভাগ (টপ সয়েল) কেটে নেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এক ব্যাক্তির।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর জুম্মাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে টপ সয়েল কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোঃ আরিফুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন।