
আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বেলা আড়াইটায় দিনাজপুর শহরের ইকবাল স্কুল মোড় থেকে এক মিছিল বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।
সমাবেশ থেকে দ্রুত শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবি জানানো হয়।
মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের দিনাজপুর উত্তর জেলা সভাপতি ও সেক্রেটারিসহ ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।