1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পিআইডি, রংপুর’র আয়োজনে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত এনসিপি’র উদ্যোগে পার্বতীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস আজ হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে লড়বেন ৫২ জন বিজিবি’র অধিনে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর সেক্টরের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ​চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার ফুলবাড়ীতে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে দিয়ে অপহরণ মুক্তিপণ দাবী ও যৌথবাহিনীর হাতে আটক কুড়িগ্রাম সদর উপজেলায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা দিনাজপুরে আত্মসাৎ করা ২৫ লাখ টাকা ফেরতের নির্দেশ মানছেন না অধ্যক্ষ জয়পুরহাট ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা

বিজিবি’র অধিনে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর সেক্টরের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১২ জানুয়ারী ২০২৬, বর্ডার গার্ড বাহিনীর উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর সেক্টরের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান- রংপুর রিজিয়নের আওতাধীন ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্ত ব্যাটালিয়ন সমূহের মাধ্যমে সমন্বিত ও ধারাবাহিক অভিযানে ডিসেম্বর-২০২৫-এ সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

উক্ত সময়ে পরিচালিত অভিযানে ৭০ জন আসামীসহ আনুমানিক ৭,৪৮,৯৩,৪৮৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল ৬৯১ বোতল, বিদেশী মদ ৯৬১ বোতল, ভারতীয় ইয়াবা ৩,৬৩৪ পিস, ভারতীয় গাঁজা ১৪০.১৫ কেজি, ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ ২৬,২৬৫ বোতল (মনোগোল্ড কফ সিরাপ, Tuscorex, RC Cup ও Win Syrup), ভারতীয় স্কাফ সিরাপ ৩,১১৫ বোতল, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ২৬,৮০৮ পিস, নেশাজাতীয় ইনজেকশন ২,২৩৫ পিস, হেরোইন ৩০৪ গ্রাম এবং বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট ৫৫,৩২৪ পিস।

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ক্ষেত্রে ২৯ রাউন্ড গুলিসহ ০৬টি বিদেশী পিস্তল আটক করা হয়েছে, যা সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির কার্যকর উপস্থিতির প্রতিফলন বলে জানিয়েছেন ২২ বিজিবি’র

চোরাচালান বিরোধী অভিযানে মোট ১৯৭টি গবাদিপশু উদ্ধার করা হয়, যার মধ্যে গরু ১৬৪টি এবং মহিষ ৩৩টি। পাশাপাশি জিরা, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার কসমেটিকস, কীটনাশক, কাপড়, বাইসাইকেল ও কষ্টিপাথরসহ অন্যান্য চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।

মানব পাচার প্রতিরোধে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে ডিসেম্বর–২০২৫ মাসে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জন ব্যক্তিকে (পুরুষ ১২ জন ও নারী ০৩ জন) উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে, যা বিজিবির মানবিক ও সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করা হয়েছে।

জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে রংপুর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটসমূহ সর্বদা প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত টহল, বিশেষ চেকপোস্ট স্থাপন ও সমন্বিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়াও বিজিবি জনকল্যাণমূলক দায়িত্ব পালনের অংশ হিসেবে ডিসেম্বর–২০২৫ মাসে ১,১২৫ জন দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং ১,১০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেছে। সীমান্ত এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সর্বমোট ২,৫৬৩টি জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।

উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে বিজিবি রংপুর রিজিয়ন সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণে পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রেখেছে।

রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্যের অংশ হিসেবে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে।

উক্ত প্রেস ব্রিফিং এ কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং বিজিবির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ অফিসারগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট